সোমবার, ০১ মার্চ ,২০২১
Bangla Version
ঢাকা : জানুয়ারিতে প্রাইভেসি পলিসির হালনাগাদ নিয়ে বেশ বিপাকে পড়েছিল হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা তখন দলে দলে হোয়াটসঅ্যাপ ত্যাগ করে অন্য প্ল্যাটফর্মে চলে যাওয়া শুরু করে।
ব্যক্তিগত তথ্য বেহাতের ভয়ে ব্যবহারকারীদের তোপের মুখে পড়ে ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠান। তখন খানিকটা পিছু হটে তারা। কিন্তু খানিক বিরতি দিয়ে আবার সেই পথে হাঁটতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
এক ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন চেষ্টায় আরো সহনীয়ভাবে কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো হবে।
নতুন বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘স্মরণ করিয়ে দিতে চাই, চ্যাট অথবা শপিংয়ের নতুন উপায় তৈরি করছি, যা কিনা পুরোপুরি ঐচ্ছিক। ব্যক্তিগত মেসেজ সব সময় সুরক্ষিত থাকবে, যা হোয়াটসঅ্যাপ পড়তে পারবে না।
আর নতুন নীতিমালার ব্যাপারে সম্মতি দিতে ব্যবহারকারীদের ১৫ মে পর্যন্ত সময় দেওয়া হবে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ এটাও যোগ করে বলেছে, নতুন নীতিমালা যাদের ভালো লাগবে না তারা চাইলে নিজের অ্যাকাউন্ট মুছতে পারবেন, অ্যাকাউন্টের রিপোর্ট ডাউনলোডসহ নিজের চ্যাট হিস্ট্রি এক্সপোর্টও করতে পারেন।
তথ্যসূত্র : টেকক্রাঞ্চ
১৫ মে পর্যন্ত সময় পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা
আরও একাধিক ‘পৃথিবীর’ সন্ধান পেল নাসা
‘ফেসবুক-ইউটিউবকে অফিস খুলতে হবে বাংলাদেশে’
পরিবেশবান্ধব ডিজিটাল রাইটিং প্যাড বাজারে আনল ওয়ালটন
যেভাবে আপনার হোয়াসটঅ্যাপ অন্যরা ব্যবহার করতে পারে
২৫ হাজার টাকার 5G ফোন, ভারত কাঁপাতে আসছে Samsung Galaxy F62
আইফোন হ্যাক থেকে বাঁচতে যে পরামর্শ দিল অ্যাপল
স্মার্টফোনের নতুন সিরিজ নিয়ে এলো সিম্ফনি