রবিবার, ১৭ জানুয়ারী ,২০২১
Bangla Version
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনার কাপুরের ঘরে এ বছরই আসছে তাদের দ্বিতীয় সন্তান। আর এর অপেক্ষার প্রহর গুনছেন তাদের অনুরাগীরা। এদিকে মা হওয়ার আগেই জমিয়ে ‘গার্লস পার্টি’ করলেন কারিনা কাপুর।
তার ইনস্টাগ্রামের পোস্টে সেই ছবি উঠে এসেছে। এতে দেখা যায়, কারিনার দিদি কারিশ্মা কাপুর, তাদের ঘনিষ্ঠ বন্ধু মালাইকা আরোরা ও অমৃতাকে। সঙ্গে রয়েছেন মেকআপ শিল্পী মল্লিকা ভাট।
ছবিটি পোস্ট করে কারিনা লিখেছেন, এই স্মৃতিগুলোর জন্য তিনি ভাগ্যবান। এখন শুধু নতুন করে শুরুর পালা।
শোনা যাচ্ছে, দ্বিতীয় সন্তানের জন্মের আগে পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যাচ্ছেন সাইফ ও কারিনা। তাই পুরনো বাড়িকে বিদায় জানাতেই শেষবারের মতো সেখানে ‘গার্লস পার্টি’ করলেন তিনি।
এই অভিনেত্রীর বাবা রণধীর কাপুর জানান, বছর কয়েক আগেই নিজেদের নতুন বাড়ি কিনেছেন সাইফ ও কারিনা। সন্তানদের সুযোগ-সুবিধার কথা ভেবেই সেই বাড়ি নিজেদের মতো করে সাজিয়েও নিয়েছেন। তাই দ্বিতীয় সন্তান আসার আগেই তারা নতুন বাসস্থানে যেতে চান।
এরআগে ২০১৬ সালে জন্ম নেয় সাইফ আলি খান ও কারিনা কাপুরের প্রথম সন্তান তৈমুর।
তোমার থাকলে তুমিও দেখাও: স্বস্তিকা
অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন কারিশমা
অজয়-কাজলের বিয়েতে রাজি ছিলেন না অভিনেত্রীর বাবা!
পরিণীতির অপেক্ষা ফুরোচ্ছে, তর সইছে না প্রিয়াঙ্কার
পরকীয়ার গুঞ্জন, স্বামীকে ছেড়ে সেজেগুজে যশের সঙ্গে মন্দিরে নুসরাত
‘২৭ মিনিটের ভিডিও’ নিয়ে মুখ খুললেন প্রভা
টাকা দেন না, রামগোপাল ভার্মার সঙ্গে কাজে 'না' কলাকুশলীদের
রণবীর নন, প্রিয় মানুষের ছবি শেয়ার করলেন আলিয়া
সুশান্ত-কে নিয়ে ঠাট্টা, রোষের মুখে ক্ষমা চাইলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান