বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ,২০২১
Bangla Version
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পিয়াঙ্কা চোপড়া ১১ সন্তানের মা হতে চান। নিক জোনাসের সঙ্গে সংসার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন এই তারকা। ৩৮ বছর বয়েসী অভিনেত্রী জানান, ১১ সন্তানের মা হতে চান তিনি।
ভারতীয় গণমাধ্যম ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়াকে জিজ্ঞেস করা হয়, তিনি কয়টি সন্তান নিতে চান। উত্তরে প্রিয়াঙ্কা হেসে বলেন, ১১ সন্তান নিতে চান তিনি। তাদের নিয়ে গড়তে চান একটি ক্রিকেট টিম। এরপর একটু ভেবে বলেন, ‘১১ সন্তান অবশ্য অনেক। আমি আসলে শিউর নই।’
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা মুখ খোলেন নিক জোনাসের সঙ্গে তার ১০ বছরের বয়সের ব্যবধান নিয়েও। প্রিয়াঙ্কার মতে, বয়সের এই পার্থক্য তাদের ভালোবাসায় কোনো প্রভাব ফেলতে পারে না। কারণ, স্বামী নিকের সঙ্গে তার বোঝাপড়া অনেক ভালো।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসেকে বিয়ে করেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রাস্থানের উমেদ ভবনে আয়োজন করা হয় প্রিয়াঙ্কা-নিকের রাজকীয় বিয়ের।
এবার শ্রদ্ধার বিয়ে, পাত্রও ঠিক!
৯০ কোটি টাকায় বিক্রি হল ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্বের হিন্দি স্বত্ব
একসঙ্গে তিনটি ছবির কাজ শেষ করেছেন স্বাগতা
তমার আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকি সাবেক স্বামীর
তমা মির্জা একজন ভালো পর্নস্টার: স্বামী হিশাম
ট্যাক্স কার্ড পাচ্ছেন দেশের ৬ তারকা
বিরাট কোহলিদের সঙ্গে খেলতে চান সানি লিওন!
স্বপ্ন এবার সত্যি হলো সোনাক্ষীর
ফটোগ্রাফার রোহানেকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর