বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ,২০২১
Bangla Version
বিনোদন ডেস্ক : দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে দর্শকপ্রিয়তার শীর্ষে তার অবস্থান। শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকেই দ্রুত তারকা বনে গিয়েছেন।
নতুন বছরে নিজের প্রযোজিত বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে এ নায়ককে। গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শিগগিরই আবার এক হচ্ছেন এক সময়ের জনপ্রিয় এই জুটি। তবে তা বাস্তবে নয় পর্দায়। কিন্তু শাকিবের সঙ্গে পর্দাতেও অপুর জুটি হওয়ার বিষয়টি অবাক করার মতো। কারণ তারা এখন সাবেক স্বামী-স্ত্রী।
নায়িকা অপুর বাস্তব জীবনের পাট চুকার আগেই খবরের শিরোনাম হন বুবলি-শাকিব খান। ২০১৬ সালে এ নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন সংবাদ পাঠিকা শবনম বুবলী। এরপর দেশ সেরা এই চিত্র নায়কের সঙ্গে একাধারে অর্ধডজনের বেশি সিনেমায় অভিনয় করে রাতারাতি নায়িকা হয়ে ওঠেন।
এ দিকে গুঞ্জন উঠেছে, আর নতুন কোনো সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে না বুবলীকে! মূলত শাকিব খানই আর বুবলীকে চাইছেন না!
বিষয়টি নিশ্চিত করে বিশ্বস্ত একটি সূত্র জানান, শাকিব খানের সিনেমায় বুবলীকে নিতে শাকিব খান নিজেই আপত্তি জানিয়েছেন। যদিও এ বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শাকিব খান-বুবলীকে নিয়ে বিভিন্ন সময় মুখরোচক গুঞ্জন উঠেছে। গত দুই বছর ধরে এ জুটি ভাঙনের গুঞ্জন উড়ছে।
এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের বিপরীতে অন্য নায়িকাকে দেখা গিয়েছে।
অন্যদিকে বুবলী ও অন্য নায়কের বিপরীতে শুরু করেছেন। তাছাড়া সম্প্রতি অন্য নায়কের বিপরীতে বুবলীকে নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন একাধিক নির্মাতা। আড়াল ভেঙে বুবলীও জানান দিয়েছেন অন্য নায়কের বিপরীতে অভিনয় করতে তিনি প্রস্তুত। শাকিব খানের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। যার কোনোটিতেই বুবলী নেই। এসব সিনেমা অন্য নায়িকাদের দেখা যাবে।
সূত্রটি আরো জানান, শাকিব খান নতুন ও বর্তমান সময়ের নায়িকাদের নিয়ে কাজ করতে আগ্রহী। আপাতত বুবলীকে নিচ্ছেন না। কিন্তু কেন তাকে নিচ্ছেন না সে বিষয়ে পরিষ্কার করেননি শাকিব। চিত্রনায়িকা বুবলী শাকিব খানের আস্থা রেখে কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ সেই ভরসার বন্ধনে কিছুটা চিড় ধরেছে, যার জন্য বুবলী অন্য নায়কের বিপরীতে অভিনয় শুরু করেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
বুবলী দীর্ঘদিন অন্তরালে ছিলেন। অভিনয় বিষয়ে শর্ট কোর্স করতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। গত বছরের নভেম্বরে দেশে ফেরেন তিনি।
৯০ কোটি টাকায় বিক্রি হল ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্বের হিন্দি স্বত্ব
একসঙ্গে তিনটি ছবির কাজ শেষ করেছেন স্বাগতা
তমার আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকি সাবেক স্বামীর
তমা মির্জা একজন ভালো পর্নস্টার: স্বামী হিশাম
ট্যাক্স কার্ড পাচ্ছেন দেশের ৬ তারকা
বিরাট কোহলিদের সঙ্গে খেলতে চান সানি লিওন!
স্বপ্ন এবার সত্যি হলো সোনাক্ষীর
ফটোগ্রাফার রোহানেকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর
ভালোবাসার মানুষের জন্য যা করলেন রাখি সাওয়ান্ত!
তমা মির্জাকে মারধর, স্বামীর বিরুদ্ধে প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি