রবিবার, ২৪ জানুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা : বর্তমানে বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে ৯৮ ভাগ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদান রাখছে। ইন্টারনেট সুবিধার আওতায় বাংলাদেশের ৬৫ ভাগ মানুষ কাজ করছে। ই-কমার্সে এর মধ্যে অর্ধেক কাজ করছে বাংলাদেশের মহিলারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কমনওয়েলথ বিটুবি হাই লেভেল'র অনলাইন সভার উদ্বোধনী সেশনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালাইজেশনে প্রভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, কোভিড-১৯ এর কঠিন সংকটেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ। যা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। কমনওয়েলথ বিটুবি ডিজিটাল কানেকটিবিটি ভাব গ্রহণ, কমনওয়েলথ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস সৃষ্টি, ভার্চুয়াল ট্রেইনিং এন্ড কেপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ, কমনওয়েলথ ট্রেড এন্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব পেশ করেন বাণিজ্য মন্ত্রী এবং বলেন এজন্য কমনওয়েল্থকে দীর্ঘমেয়াদি কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে।
কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি এবং অগ্রাধিকার খাতগুলো চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত তৃতীয় সভায় প্রাইভেট সেক্টরে ডিজিটাল অ্যান্ড গ্রিন বিজনেস রিকভারি'র ওপর বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় যুক্ত ছিলেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টের এক্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট, কমনওয়েল্থ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলর চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বারোনেস পেট্রিসিয়া স্কোটল্যান্ড।
এছাড়া, অনলাইনে প্যানেল ডিসকাশনে অংশ নেন- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রুয়ান্ডার ট্রেড অ্যান্ড ইন্ডাষ্ট্রি মিনিষ্টার সোরায়া হাকুজিইয়ারিমে, জামাইকার ফরেন অ্যান্ড ফরেন ট্রেড মিনিষ্টিার সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্টিফেন লায়ন এবং কমনওয়েল। এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেষ্টমেন্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার সামন্থ কোহেন সিভিও।
উত্থান শেয়ারবাজারে: সূচকের সাথে বেড়েছে লেনদেন
সব ব্যাংকের পরিচালক, এমডির সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
২ হাজার উদ্যোক্তাকে ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন
মাথাপিছু বৈদেশিক ঋণ ২৩৪২৫ টাকা
ব্লক মার্কেটে লেনদেন ২১ কোটি টাকা
ওয়ালটন হাইটেকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
দেড় ঘণ্টায় লেনদেন ৪৬৯ কোটি টাকা