শনিবার, ২৩ জানুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা : করোনায় বন্ধ বেসরকারি কলেজগুলোর শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিতে পারবে। তবে, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যগাজিন বা উন্নয়ন ফিয়ের মত অনুষাঙ্গিক ফি আদায় করতে পারবে না।
আর ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রতিষ্ঠান এসব ফি আদায় করে থাকলে তা ফেরত দেবে বা টিউশন ফিয়ের সাথে তা সমন্বয় করবে।
তাছাড়া কোনো অভিভাবক চরম আর্থিক সংকটে থাকলে তার সন্তানের টিউশন ফিয়ের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবে। কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে ব্যহত না হয় সে বিষয়ে যত্নশীল হতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) করোনাকালে এমপিওভুক্ত ও ননএমপিও কলেজগুলোর টিউশন ফি নিয়ে এসব নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির এমপিওভুক্ত ও ননএমপিভুক্ত কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে, কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করতে পারবে না। করা হলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফিয়ের সঙ্গে সমন্বয় করবে। এছাড়াও অন্য কোনো ফি যদি অব্যয়িত থাকে তা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফিয়ের সাথে সমন্বয় করবে।
তবে যদি কোনো অভিভাবক চরম আর্থিক সংকটে পড়েন, তাহলে তার সন্তানের টিউশন ফিয়ের বিষয়টি কলেজ কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যহত না হয় সে বিষয়ে যত্নশীল হতে হবে।
ফেব্রুয়ারিতে খুলতে পারে শিক্ষাঙ্গন, ৪ তারিখের মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ
সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে এসএসসি পরীক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ের বৈঠক আগামীকাল
পাস হলো এইচএসসির ফল প্রকাশের আইন
সাত কলেজের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ঢাবি
৪১ ও ৪২ নম্বর বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা
১০ বছর ভুয়া সনদে চাকরি : অবশেষে ‘পালিয়ে বাঁচলেন’ সেই শিক্ষিকা
ফেব্রুয়ারিতে খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষ পরীক্ষার নিবন্ধন ও ২য় বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ