সোমবার, ০১ মার্চ ,২০২১
Bangla Version
রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। আগামী ২৪ মে-এর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ধরনের পরীক্ষা না নিতে আজ সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নির্দেশনা দেন৷
এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় রাবি প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আজিজুর রহমান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দিলে তো আমাদের কিছুই করার থাকে না। উপাচার্য আদিষ্ট হয়ে নির্দেশনা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে।’
গত ২ জানুয়ারি থেকে রাবিতে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরীক্ষা শুরু হয়। কয়েকটি বিভাগের পরীক্ষা শেষ হলেও আইন বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে পরীক্ষা চলমান ছিল।
এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ ঘোষণা করে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এইচএসসি পরীক্ষার রিভিউয়ের ফল প্রকাশ
মেডিকেলে প্রতি আসনে লড়বে ২৮ জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফটক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, যে পদ্ধতিতে নেয়া হবে ক্লাস
হল বন্ধ থাকায় মেসে অবস্থান, রাতভর ৪ ছাত্রীকে হয়রানি
হল বন্ধ থাকায় মেসে অবস্থান, রাতভর ৪ ছাত্রীকে হয়রানি
গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলটিমেটাম
ক্লাসে পাঠদান শুরু হলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা