শনিবার, ২৩ জানুয়ারী ,২০২১
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক : কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক তরুণী পড়েছেন বিপদে। সেই কুকুর কামড়ে তরুণীর মুখ ছিঁড়ে দেয়, সাথে সাথে সেখানে রক্তবন্যা শুরু হয়। ক্ষত এতটাই গভীর যে মুখে ৪০টি সেলাই পড়েছে।
ভারতীয় এক সংবাদমাধ্যম জানায়, ১৭ বছরের ওই তরুণীর পোষ্য জার্মান শেফার্ডটির নাম অ্যালসিসিয়ান। ওই কুকুরটির সঙ্গেই সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। তবে লওরা স্যানসোন নামের ওই তরুণী যখন সেলফি তুলতে যান তখন কুকুরটি তার মুখে কামড় বসিয়ে দেয়। এ ঘটনারই শুরু হয় ‘রক্তবন্যা’।
ওই সময় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে ৪০ টি সেলাই দেয়া হয়। ওই ছবি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে ভাইরাল হয়েছে। তবে কুকুরটি কেন এমন আচরণ করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
ফেনীতে পাখি সংরক্ষণে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ
পৃথিবীর রহস্যময় ৫ অমীমাংসিত ঘটনা!
এই গ্রামে পুরুষ নেই, তবু যেভাবে মা হচ্ছে মেয়েরা!
রহস্যেঘেরা ভারতের ৫টি প্রাচীন মন্দির
কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কামড়, মুখে ৪০টি সেলাই
২৬৮ বছর বয়সী তিমি আজও ঘুরছে সমুদ্রে!
গরু ‘ট্রাফিক আইন’ অমান্য করলেও গুনতে হবে জরিমানা!