বুধবার, ১৪ এপ্রিল ,২০২১
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির আকাশে রাশিয়া গত মাসে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর। ড্রোনটির ধ্বংসাবশেষ ফেরত দেয়ারও দাবি জানান মার্কিন সেনাবাহিনী। খবর পার্সটুডে’র।
গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছিল, ত্রিপোলির আকাশ থেকে তাদের একটি ড্রোন নিখোঁজ হয়েছে। ত্রিপোলির নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেখানকার উগ্র গোষ্ঠীগুলোর তৎপরতা নজরদারি করতে ড্রোনটি ত্রিপোলির আকাশে পাঠানো হয়েছিল বিবৃতিতে দাবি করা হয়। তবে সে সময় ওই বিবৃতিতে ড্রোনটির ভাগ্যে কি ঘটেছে তা না জানিয়ে শুধু বলা হয়, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
গতকাল শনিবার মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ডের প্রধান জনোরেল স্টিফেন টাউনসেন্ড বলেন, ত্রিপোলিতে মোতায়েন রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত গুলির আঘাতে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে গুলি করার ময় এটি যে মার্কিন ড্রোন তা ওই ব্যবস্থা বুঝতে পারেনি বলে তিনি নিজের অনুমানের কথা জানান।
জেনারেল টাউনসেন্ড বলেন, কিন্তু ভূপাতিত হওয়ার পর তারা নিশ্চয়ই জেনে গেছে ড্রোনটি কাদের ছিল। তিনি এটির ধ্বংসাবশেষ ফেরত দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।
ওই মার্কিন জেনারেল লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান সহিংসতার জন্য রাশিয়াকে দায়ী করেন।
২০১১ সালে ন্যাটো জোটের উসকানিতে লিবিয়ায় যে সশস্ত্র গণ-অভ্যুত্থান হয় তাতে ক্ষমতাচ্যুত ও নিহত হন দেশটির সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফি। তখন থেকে দেশটিতে সহিংসতা ও নিরাপত্তাহীনতা লেগে আছে। গত এপ্রিলে বিদ্রোহী জেনারেল খালিফা হাফতার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ত্রিপোলি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজধানী অভিমুখে সামরিক অভিযান শুরু করেন। তিনি এখন পর্যন্ত ত্রিপোলি দখল করতে না পারলেও দু’পক্ষের মধ্যে মাঝেমধ্যেই ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে বিক্ষোভ চলছে
যুক্তরাষ্ট্র, দ. আফ্রিকা, ইইউতে স্থগিত জনসনের টিকা
যে কারণে দিন দিন ভয়ঙ্কর হচ্ছে করোনা, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
থামছেনা মৃত্যুর মিছিল, আরও ১৩ হাজার প্রাণ কেড়ে নিল করোনা
তুরস্ক-গ্রিসের মধ্যে জঙ্গিবিমান ডগফাইট
ধর্মীয় নেতাকে গ্রেফতারে উত্তাল পাকিস্তান, গুলিতে নিহত ২
রাশিয়ার ‘স্পুৎনিক-ভি’ টিকার অনুমোদন দিলো ভারত