শুক্রবার, ২২ জানুয়ারী ,২০২১
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক: আবারও উত্তাল বঙ্গোপসাগর। প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার।
হাতে সময় খুবই কম। প্রবল বেগে আছড়ে পড়বে এই সাইক্লোন। এটি মূলত শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও পুদুচেরিতে তাণ্ডব চালাবে এই সাইক্লোন নিভার।
সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া ভবন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
তথ্যানুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। দুই দিনের মধ্যে এই নিম্নচাপ সাইক্লোনের রূপ নেবে। তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে বুধবারের (২৫ নভেম্বর) মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
গত মে মাসে সাইক্লোন আম্পানের পর এবছর এটি দ্বিতীয় সাইক্লোন যা বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে।
এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিভার। নামকরণ করেছে ইরান।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যত ঘূর্ণিঝড় এগিয়ে আসবে তত তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্র উপকূলে ঝোড়ো বাতাস, বৃষ্টি শুরু হবে। এই অঞ্চলগুলোতে ইতোমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১৬ হাজারের বেশি মৃত্যু
করোনায় দক্ষিণ আফ্রিকান মন্ত্রীর মৃত্যু
ভারতে পাথরখনিতে বিস্ফোরণে নিহত ৮
সেরাম ইনস্টিটিউট থেকে ৫ জনের লাশ উদ্ধার, টিকার ক্ষতি হয়নি
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮
লিবিয়া উপকূলে নৌকাডুবে ৪৩ শরণার্থীর মৃত্যু
পম্পেওসহ ট্রাম্পের শীর্ষ ২৮ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চীনের
ভারতে করোনার টিকা নেওয়ার পর এবার স্বাস্থ্যকর্মীর মৃত্যু