শনিবার, ২৩ জানুয়ারী ,২০২১
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক : করোনা আতঙ্কে কারাগারের ব্যবস্থা উন্নতকরণ ও আগাম মুক্তির দাবিতে শ্রীলঙ্কার একটি কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে অন্তত ছয় জন নিহত ও ৫২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিবিসি।
এর মধ্যেই মহামারী নিয়ে আতঙ্কিত বন্দিরা ব্যবস্থা উন্নতকরণ ও আগাম জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে। পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানান, মাহারা কারাগারের কারারক্ষীরা ‘বিশৃঙ্খল পরিস্থিত নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে’।
গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দাঙ্গা থামাতে কারারক্ষীরা গুলি করে। কারাগারের আশপাশের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে তারা কারাপ্রাঙ্গণে ‘বিশাল আগুন’ দেখেছেন বলে স্থানীয় সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের এসআই আজিথ রোহানা বিবিসি সিনহালাকে জানান।
মাহারা কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করার জন্য অভিজাত পুলিশ কমান্ডোদের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশের পাঁচটি দলও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রোহানা।
শ্রীলঙ্কার কারাগারগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই সম্প্রতি বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর কথা জানা গেছে।
প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হলেন অস্টিন
পরিস্থিতি ভালো নয়, খারাপ হচ্ছে: সতর্কবার্তা বাইডেনের
বাইডেনের পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে ট্রাম্পের সুর, ক্ষুব্ধ ফিলিস্তিনিরা
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১৬ হাজারের বেশি মৃত্যু
করোনায় দক্ষিণ আফ্রিকান মন্ত্রীর মৃত্যু
ভারতে পাথরখনিতে বিস্ফোরণে নিহত ৮
সেরাম ইনস্টিটিউট থেকে ৫ জনের লাশ উদ্ধার, টিকার ক্ষতি হয়নি
বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮
লিবিয়া উপকূলে নৌকাডুবে ৪৩ শরণার্থীর মৃত্যু
পম্পেওসহ ট্রাম্পের শীর্ষ ২৮ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চীনের