রবিবার, ২৪ জানুয়ারী ,২০২১
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি অবস্থা জারি করা হয়েছে মালয়েশিয়ায়। গত মঙ্গলবার দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ।
পাশাপাশি দেশটির পার্লামেন্ট স্থগিত করা হয়েছে দেশটিতে। গত ৫০ বছরে মালয়েশিয়ায় এটাই দেশব্যাপী প্রথম কোনো জরুরি অবস্থা ঘোষণা। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত ৫৫৫ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন। জরুরি অবস্থার মধ্যে দেশটিতে নির্বাচন হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। প্রধানমন্ত্রীর অনুরোধে রাজার জারি করা এই জরুরি অবস্থা আগামী ১ আগস্ট পর্যন্ত থাকতে পারে।
মুহিউদ্দিন ইয়াসিন তাঁর বক্তব্যে বলেন, ‘চলমান পরিস্থিতে তার বেসামরিক সরকার কাজ চালিয়ে যাবে। এই জরুরি অবস্থা সামরিক অভ্যুত্থান নয়, কারফিউও দেওয়া হবে না।’ মুহিউদ্দিন তার বক্তব্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরপরই সাধারণ নির্বাচন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গত বছর দেশটির সাবাহ প্রদেশে অনুষ্ঠিত এক নির্বাচনকে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য দায়ি করা হচ্ছিল। এ জন্যই নতুন সংক্রমণ রোধে দেশব্যাপী জারি করা জরুরি অবস্থার মধ্যে কোনো নির্বাচন হচ্ছে না। তবে বিরোধীদলীয় সাংসদদের ভাষ্য, এই সংক্রমণ রোধে পুরো দেশ নয়, আংশিক লকডাউনই যথেষ্ট ছিল। সূত্র : এএফপি
কুখ্যাত মাদক সম্রাট ‘সে চি লোপে’ গ্রেফতার
রাশিয়ায় বিরোধী নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ, নাভালনির স্ত্রীসহ আটক ৩ সহস্রাধিক
আইএস হামলায় ইরাকে আধাসামরিক বাহিনীর ১১ সদস্য নিহত
বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯৩ লাখ ছাড়িয়েছে
কোস্টগার্ডকে বিদেশি জাহাজে গুলি করার অনুমোদন দিল চীন সরকার
লকডাউনের বর্ষপূর্তিতে উহানের জীবন অনেকটা স্বাভাবিক
বিভিন্ন দেশকে উৎপাদন মূল্যে ৪ কোটি টিকা দেবে ফাইজার
ভারতের ভ্যাকসিন কূটনীতি অব্যাহত, পাকিস্তানকে টিকা দিচ্ছে চীন: টাইমস অব ইন্ডিয়া
করোনায় মারা যেতে পারেন ৬ লাখ আমেরিকান: বাইডেন