শনিবার, ২৭ ফেব্রুয়ারী ,২০২১
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রথম ধাপে করোনার ভ্যাকসিন নেয়ার পর ৫২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মধ্যে ৫১ জনের মৃদু প্রতিক্রিয়া হলেও গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দিল্লিতে কয়েক জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তারা ঠিক হয়ে যায়। তবে মারাতœক মাথাব্যাথা, রেশ বের হওয়া এবং শ্বাসকষ্ট দেখা দেয়ায় একজনকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হওয়ায় চিকিৎসকরা অ্যাড্রেনালিন ব্যবহারের মাধ্যমে তাকে স্থিতিশীল রেখেছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভ্যাকসিন নেয়ার পর কোনো সমস্যা দেখা দিলে তা টিকা পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে।
এদিকে, কোভ্যাক্সিন এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছে ভারত বায়োটেক।
কোথা থেকে কোকেন পেত পামেলা-রাকেশ? ১২ জনকে জিজ্ঞাসাবাদ
কে হবেন দালাই লামার উত্তরসূরি?
যুক্তরাষ্ট্রে করোনায় আরও ২২৪৬ জনের প্রাণহানি
বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ ২৯ হাজারের বেশি
খাসোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন মোহাম্মাদ বিন সালমান: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু ২৭শে মার্চ
নাইজেরিয়ায় হোস্টেল থেকে কয়েকশ ছাত্রীকে অপহরণ
বিন সালমানের বিমানে উড়ে গিয়েছিল খাসোগির ঘাতক দল
শরীরের বিশেষ প্রোটিনই এশিয়ায় রুখে দিচ্ছে করোনার ব্রিটেন স্ট্রেইনকে
সিরিয়ায় ইরানসমর্থিত স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৭