বুধবার, ১৪ এপ্রিল ,২০২১
Bangla Version
ঢাকা : নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা বলেছেন পেঁয়াজ নাকি প্লেনে করে আসতেছে, কিন্তু সেই পেঁয়াজ কই? আসলে তো দাম কমতো। যেভাবে পেঁয়াজ থেকে শুরু করে সকল দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে গত ৫০ বছরেও এমন দাম বাড়েনি এমনকি বিশ্বের কোন দেশেও এত দ্রুত দাম বাড়ে না।’
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ সরকারকে মানুষ ভোট দেয়নি। জোর করে ক্ষমতায় এসেছে। এজন্য কোনো কাজও ঠিক মতো করতে পারে না। শীতকালীন সকল সবজির দামও বৃদ্ধি পেয়েছে। এদিকে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। গণশুনানিতে বিদ্যুতের দাম বৃদ্ধির পক্ষে কেউ ছিলেন না তারপরও নাকি তারা বৃদ্ধি করবে।’
তিনি বলেন, ‘এটি বিজয়ের মাস, তারা আওয়ামী লীগ ক্ষমতায় আছেন বলে সারা দেশে উৎসব করে বেড়াচ্ছেন। আর মধ্যপ্রাচ্যে আমাদের মা-বোনেরা নির্যাতিত হচ্ছেন। ধর্ষিত হয়ে শেষ পর্যন্ত তারা মারা যাচ্ছে। এসব সরকার ও তাদের মন্ত্রীদের নজর কাড়ছে না। তারা এটাকে বড় কোনো ঘটনাই মনে করছে না। মধ্যপ্রাচ্যের নারীদের মৃত্যুতে তারা এখন পর্যন্ত কোনও প্রতিবাদ করেনি। এতে দেশের ইজ্জত চলে যায়। মুক্তিযোদ্ধার আকাঙ্খার সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে।’
বিএনপির চেয়ারপাসরন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, ‘আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দেয়ার জন্য সময় বেঁধে দেন। তারপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো। তখন আদালত বলতে পারত, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেন রিপোর্ট জমা দেওয়া হয়।কিন্তু আদালত সেটা না করে আগামী ১২ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন। ১৩ তারিখ থেকে আদালত বন্ধ হয়ে যাবে। সময় আসছে, দিন আসছে, মানুষ মাঠে নামবে। জোর করে হলেও সব অধিকার আদায় করে নেবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নাগরিক নারী ঐক্যের সদস্য লাকী বেগম, অ্যাডভোকেট শিউলি সুলতানা প্রমুখ।
দেশবাসী দেখতে চায় মানবিক হাসিনাকে: ডা. জাফরুল্লাহ
সিন্ডিকেটের থাবায় টিসিবির পণ্য: ফখরুল
‘অবকাঠামো নির্মাণকাজ লকডাউনের নিষেধাজ্ঞার আওতামুক্ত’
লকডাউনের উস্কানি দিয়ে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি, জামায়াত
অপরিকল্পিত লকডাউন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে: রব
আহমদ শফির মৃত্যু: বাবুনগরী-মামুনুলসহ ৪৩ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন
পণ্যবাহী পরিবহন যেন যাত্রীবাহী পরিবহনে রূপ না নেয় : সেতুমন্ত্রী
খালেদা জিয়া করোনায় আক্রান্ত, তবে উপসর্গ নেই: মির্জা ফখরুল
চলমান লকডাউন থাকবে ১৩ তারিখ পর্যন্ত: কাদের