রবিবার, ২৪ জানুয়ারী ,২০২১
Bangla Version
স্টাফ করেসপন্ডেট : যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ১৬ ডিসেম্বরের মধ্যে না দিলে আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন কমিটি থেকে বঞ্চিত যুবদলের সাবেক নেতা কর্মীরা। শনিবার ২৮ নভেম্বর প্রেসক্লাবে এক বৈঠকে তারা এ হুশিয়ারী দেন।
বঞ্চিত এই নেতাকর্মীরা জানান, ২০১৭ সালের ১৭ জানুয়ারি ৫ জনের সুপার ফাইভ কমিটি গঠন করা হয়। তিন বছর পরে গত ৬ ফেব্রুয়ারী ১১৪ জন এর আংশিক কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নাই।দেশের এই পরিস্থিতিতে যুবদলের মত একটি দলে মাত্র ১১৪ জনের আংশিক কমিটি দিয়ে যুবদল চলতে পারে না।
তারা অভিযোগ জানিয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন। তাদেরকে বাদ দিয়ে, যারা আন্দোলনের সাথে সক্রিয় না, তাদেরকে পদায়ন করা হয়েছে। তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হয়েছে। অথচ যারা বেশি মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে বাদ দেয়া হয়েছে।
তারা দাবি জানিয়ে আরো বলেন, আগামী ১৬ ডিসেম্বরের আগে যেসব নেতাকর্মীরা সক্রিয়ভাবে দলের জন্য কাজ করেছে তাদেরকে কমিটিতে রাখা হোক। অন্যথায় এসকল নেতাকর্মীরা দাবি পূরণ না করলে আন্দোলন করতে বাধ্য হবে। এর দায়ভার বর্তমান কমিটিকে নিতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন মইনুল ইসলাম হিটু, তাজ উদ্দিন মাহমুদ সাগর, সৈয়দ আবেদিন প্রিন্স, গিয়াস উদ্দিন মামুন, সেলিম রেজা, এম এ মিঠু, রাসেল মিয়া, মঈন উদ্দিন মজুমদার, সাইফ আলি খান, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুর রহমান বাচ্চু, নুরুল ইসলাম, আহসানুল্লাহ তুষার, আলাউদ্দিন খান, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, এডভোকেট সিরাজুল ইসলাম শাহজাহান, মোঃ মুক্তার হোসেন সিকদার, জাহাঙ্গীর আলম খান, জামাল হোসেন মোল্লা, আল আমিন খান, রাসেল দেওয়ান, মাসুদ সরকার, এস এম কামরুল ইসলাম প্রমুখ।
১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে: ডা. জাফরুল্লাহ
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা টিকা এসেছে: তাপস
বক্তব্যে সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে: কাদের
২০৪১ সালের আগেই দেশ হবে সোনার বাংলা : তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে: ডা. ইরান
ভ্যাকসিন নিয়ে মন্ত্রীদের বক্তব্য সতীনের ছেলেকে বাঘ মারতে পাঠানোর মতো: রিজভী
বাংলাদেশকে ‘নতজানু’ করে রাখার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
ক্ষমতায় যারা আছে তাদের ক্ষমতায় থাকার কথা নয়: মান্না
প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ : কাদের