রবিবার, ২৪ জানুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা: নিবন্ধনের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক দল হিসাবে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।
রবিবার ( ২৯ নভেম্বর ) একটি বৈঠক শেষে নির্বাচন কমিশনের জৈষ্ঠ্য সচিব মো. আলমগীর বলেন, ‘কমিশন প্রগতিশীল গণতান্ত্রিক দলের নিবন্ধন বাতিল করেছে।’
তিনি আরো বলেন, ‘পিডিপি নিবন্ধিত থাকার শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় আমরা তাদের নিবন্ধন বাতিল করেছি। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, জেলা পর্যায়ে তাদের অফিসসহ পর্যাপ্ত অন্যান্য অবকাঠামো নেই। তাদের কমিটিতে পর্যাপ্ত সদস্যও নেই। দলটি বছরের পর বছর কাউন্সিলও করেনি।
এ বিষয়ে কথা বলার জন্য পিডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ হোসাইনকে একাধিকবার ফোন কল করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পার্টির চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশি চলতি বছরের সেপ্টেম্বরে মারা যান।
১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে: ডা. জাফরুল্লাহ
শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে করোনা টিকা এসেছে: তাপস
বক্তব্যে সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে: কাদের
২০৪১ সালের আগেই দেশ হবে সোনার বাংলা : তথ্যমন্ত্রী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে: ডা. ইরান
ভ্যাকসিন নিয়ে মন্ত্রীদের বক্তব্য সতীনের ছেলেকে বাঘ মারতে পাঠানোর মতো: রিজভী
বাংলাদেশকে ‘নতজানু’ করে রাখার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
ক্ষমতায় যারা আছে তাদের ক্ষমতায় থাকার কথা নয়: মান্না
প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ : কাদের